সিনেমা ‘দহন’- অরিন্দম মুখার্জী

912

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার অন্যতম আলোচিত জজ মিয়া নাটকেরই গল্পই এবার ঢালিউডের সিনেপর্দায়…  দেশীয় সিনেমায়  হাওয়া বদলাচ্ছে। বিশেষ করে ঢাকাই সিনেমায়  একঘেঁয়েমি গল্প  থেকে এখন সমসাময়িক অনেক গল্প, গল্পের ভিন্নতা থাকলেও প্রেম বা গতানুগতিক অ্যাকশন ধারা থেকে দহন সিনেমাটি ভিন্নমাত্রা যোগ করেছে। সিনেমাটি মুক্তি পাবে ৩০ নভেম্বর। ২২ই নভেম্বর  বিএফডিসি’র মূল ফটক থেকে শুরু করে ঝর্ণা স্পট পর্যন্ত নানা রঙ্গের বাতি দিয়ে সাজানো। লাল নীল আলোয় ঝলমলে চারিদিক। বিশাল আয়োজন করে বৃহস্পতিবার এফডিসিতে ‘দহন’-এর ট্রেলার লাঞ্চিং অনুষ্ঠিত হয়েছিল। একটি সময়োপযোগী গল্পের সিনেমা, যেখানে ৬টি গল্প এসে এক জায়গায় মিলেছে। এখানে দেশপ্রেম আর রোমান্টিকতা একসঙ্গে দেখানো হয়েছে । জজ মিয়ার চরিত্রটিকেই সিনেমায় খানিকটা ঘষে মেজে হাজির করা হয়েছে নেশাগ্রস্ত তুলা চরিত্রে। ক্ষমতাধর রাজনৈতিক ব্যাক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত যার জীবন। টাকার বিনিময়ে ভাড়ায় গিয়ে নানা রকম অপরাধ করে বেড়ায় সে। কখনো গাড়িতে আগুন ধরিয়ে দেয়া, কখনো বোমা ফাটানো, কখনো কাউকে খুন করাই তুলার কাজ। হঠাৎ এক বিরাট অপরাধে ফেঁসে যায় সে। তাকে বানানো হয় রাজনৈতিক চালের গুটি। যার কাঁধে বিরাট এক হামলা পরিচালনার অভিযোগ। একজন সাংবাদিক তার সঙ্গে কথা বলতে গেলে বের হয়ে আসল তথ্য। যেখানে বার্তা দেয়া হয়েছে- অন্যের জীবনকে বিপন্ন করে ক্ষমতার রাজনীতি নয়, দেশ ও দেশের মানুষের জন্যই রাজনীতি হওয়া উচিত। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে সন্ত্রাস ও মাদককে নিরুৎসাহিত করতে নির্মিত হয়েছে ‘দহন’। সময়ের পথে হেঁটে নতুনত্বের কাঁধে ভর করে নেওয়া দহন কতটা সফল সেটা শুধুই সময়ের অপেক্ষা!