লুকিয়ে পার্টনারের ফোন চেক করেন? সাবধান!

681

আপনিও কী সেই দলে পড়েন? লুকিয়ে-চুরিয়ে স্বামী বা স্ত্রীর মোবাইলের ইনবক্স বা ফেসবুক-হোয়াটসঅ্যাপের চ্যাট রুম খুলে দিব্যি পড়ে ফেলেন অন্যদের পাঠানো মেসেজ ?

আপনিও কী সেই দলে পড়েন? লুকিয়ে-চুরিয়ে স্বামী বা স্ত্রীর মোবাইলের ইনবক্স বা ফেসবুক-হোয়াটসঅ্যাপের চ্যাট রুম খুলে দিব্যি পড়ে ফেলেন অন্যদের পাঠানো মেসেজ?
কিন্তু জানেন কি এটাও এক ধরণের অপরাধপ্রবণতা। কখনও সন্দেহের বশে, কখনও বা শুধুই কৌতূহলবশত আপনি যেটা করছেন সেটা কিন্তু যথেষ্ট নিন্দনীয়। জেনে নিন ঠিক কী কী কারণে কখনওই আপনার সঙ্গীর ফোন চেক করা উচিত নয়।
১. মনে রাখবেন আপনারা আসলে দু’জন আলাদা মানুষ। তাই দু’জনের ব্যক্তিগত জায়গাটাও আলাদা। একে অপরকে পার্সোনাল স্পেসটা উপভোগ করতে দিন। ২. আপনার এই অভ্যাসের ফলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিও শুরু হতে পারে।
৩. সব সময়ই একে অপরকে সম্মান জানানো উচিত। সঙ্গীর ফোন লুকিয়ে দেখার অর্থ তাকে সন্দেহ করা।