এবার কান্নার জন্য ফি আদায়!

204

আন্তর্জাতিক ডেস্ক : অস্ত্রোপচারের সময় কান্নার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা আদায় করেছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের এক নারী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন একটি পোস্টের পর সবাই হতবাক হয়ে যায়। সম্প্রতি মিডজ নামে ওই নারী একটি হাসপাতালে তার আঁচিল অপসারণ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ টাকা পরিশোধের জন্য একটি রশিদ দেয়। সেই রশিদের একটি ছবি তিনি টুইটারে শেয়ার করেন। যাতে দেখা যায় ডাক্তার ও অপারেশনের খরচ ছাড়াও কান্না-কাটি বাবদ তাকে অতিরিক্ত ১১ ডলার পরিশোধ করতে বলা হয়েছে। টুইটার ব্যবহারকারীরা এটিকে অযৌক্তিক ও হাস্যকর বলে অভিহিত করেছেন।

তার ওই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। দুই লাখের বেশি মানুষ এতে লাইক দিয়েছেন এবং শত শত মানুষ এটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

এছাড়াও টুইটারে তার এমন পোস্টের পর বেশ হইচই পড়েছে দেশটিতে। প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার জটিল প্রক্রিয়া নিয়েও।