কুমিল্লাটা কই?

58

-মো: শাহ আলম শফি।

ঢাকা থেকে বাসে উঠে, শান্ত হয়ে বই।

জানালা দিয়ে উঁকি মারি, কুমিল্লাটা কই?

ঐ দেখা যায় যাত্রাবাড়ী, সামনে মদনপুর।

হেলপারকে ডেকে বলি, কুমিল্লা কত দূর?

,, সামনে আছে সোনারগাঁও, মেঘনা নদীর আগে।

গোমতী সেতু পার হতেই, মিষ্টি বাতাস লাগে।

কুমিল্লাকে দেখতে আমি, স্বপ্ন মনে বান্ধি।

সবার আগে ভেসে উঠে, প্রিয় দাউদকান্দি।

কুমিল্লা মোর মনেই রাখি, থাকি যতই দূরে।

 মোদের বাস পৌঁছে গেল, প্রিয় গৌরিপুরে।

কাছে এসে জোরে জোরে, হেলপার কয় আদাইয়া।

এইটা হল ইলিয়টগঞ্জ, সামনে আছে মাধাইয়া।

অতি সুখে কান্না আসে , কিন্তু আমি কান্দিনা।

জানালা দিয়া চাইয়া দেখি, পৌঁছে গেছি চান্দিনা।

নিমসার এসে চোখ জুড়ালো, দেখে কত তরকারি।

পাশের সীটের কাকা বলে, সুস্বাস্থ্যে দরকারী।

বাসে বসে কবি তুমি, কত কিছু ভাবিলা।

জানালা দিয়া চাইয়া দেখ, পৌঁছে গেছ কাবিলা।

, ময়নামতি সেনানিবাস, আলেখারচর বিশ্বরোড।

সামনে আমার কুমিল্লা ভাই, বলছে পাশের সাইনবোর্ড।

হেলপার এবার ডেকে বলে, শাসনগাছা রই।

জানালা দিয়ে উঁকি মারি, কুমিল্লাটা কই?