বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমানের প্রান বিয়োগ

28

আশরাফুল আলম আইয়ুব : গাজীপুর মহানগরের পূবাইল নয়ানিপাড়া গ্রামের বীর মুক্তিফৌজ মো. আতিকুর রহমান আতিক (৭১) আজ সকালে বার্ধক্য জনিত নানা রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেন। জীবদ্দশায় তিনি পূবাইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন এবং পূবাইল বাজার জামে মসজিদের সভাপতির দায়িত্বও পালন করেন নিরলস ভাবে। আজ বিকেল চারটায় নিজ বাড়ি সংলগ্ন স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষে গাজীপুর সদর সহকারী কমিশনার( ভূমি) রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে পুলিশের একটি দল মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার সম্পন্ন করেন। মৃতের জানাযায় শেষ বারের মতো চির বিদায় জানাতে উপস্থিত ছিলেন তার সহযোদ্ধারা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থসচিব এম এম নিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন বাবু, মোজাম্মেল হক খান, নুরুজ্জামান লেকু, মো. হালিম ভূইয়া, মো. মনির হোসেনসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা, এতে আরো উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, সুলতান উদ্দিন, কাউন্সিলর মো. আমজাদ হোসেন, মো. মোমেন মিয়া প্রমুখ। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ বহু শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।