রাজনগরে ২নং উত্তরভাগ ইউনিয়নে বয়স্ক ও বিধবা, জীবিত ভাতাভোগীদের মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকা

30

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ রাজনগর উপজেলার ২নং উত্তরভাগ ইউনিয়নে বয়স্ক,বিধবা ও জীবিত ভাতাভোগীদের মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকায় নাম কর্তন করা হয়েছে। একদিকে মৃত দেখিয়ে, জীবিত ভাতাভোগীদের বয়স্ক ভাতা কর্তন করে নিজস্ব বলয়ের লোকজনকে দিচ্ছেন ভাতা সুবিধা। অপরদিকে, ইউনিয়ন অফিস থেকে আবার তাদেরকে দেয়া হচ্ছে নাগরিকত্ব সনদ। অভিযোগ উঠেছে- জেলার ৬৭টি ইউনিয়নে জীবিত মানুষকে মৃত বানিয়ে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন, ইউপি মেম্বার, চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সমাজসেবার কর্মকতা। এসব বিষয়ে ভাতাভোগীরা অভিযোগ করে প্রতিকার পাচ্ছে না। নিরীহ অসহায় অবহেলিত এসব নারী-পুরুষের কান্না‘র গল্পটি সত্যি বেদনাদায়ক। গত ২৮ জানুয়ারী সরেজমিন- রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান কার্যালয় গিয়ে দেখা যায়- চেয়ারম্যান ও মেম্বার সাংবাদিকদের আসার সংবাদ পেয়ে গা-ঢাকা দিয়েছেন। জানা গেছে- গত ২৪ জানুয়ারী এ ঘটনায় একাধিক ভুক্তভোগী প্রতিকার চেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়- ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে সরকারি ভাবে সহযোগিতা প্রাপ্ত বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, ভাতাভোগী ব্যাক্তিগণের মধ্যে জীবিত ব্যাক্তিকে স্বারক নং- ৩০৭৩/২২-২৩ইং, তারিখ : ১৩/১১/২০২২ইং, ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল স্বাক্ষরিত মৃত্যু সনদপত্রে মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকা তৈরি করা হয়। তালিকা মোতাবেক, মোছাঃ নছিরা বিবি (৭১), বহি নং- ৬৭৮৭, ক্রমিক নং- ৩১, গ্রামÑচান্দভাগ। জমিরুন নেছা (৭৬), বহি নং ৩১০৩, ক্রমিক নং- ৩৪, গ্রামÑচান্দভাগ। নুর জাহান বেগম (৬৬),তালিকা মোতাবেক-পিতা ছানু মিয়া, জন্ম নিবন্ধন ও নাগরিক সনদ অনুয়ায়ী. পিতা- মৃতঃ সমরেন্দ্র দাস, বহি নং ৫৯৮৫, ক্রমিক নং-৩৮, গ্রাম : উত্তরভাগ,উত্তর। জয়ন্তী রানী দেব(৯৬), বহি নং- তালিকায়-৫.৮১৮০৮ ঊ+১২)/ভাতাভোগীর বহি মোতাবেক-বহি নং- ৫৪৭৫, গ্রামÑচান্দভাগ। বাসন্তী  নম:শুদ্র (৭৩), বহি নং-২৬৭০, ক্রমিক নং- ১১, গ্রামÑচান্দভাগ, চা-বাগান। আব্দুল মন্নান (৭৬),বহি নং-৪০৩৫, ক্রমিক নং- ৭৭, গ্রামÑমুটুকপুর। রাবেয়া বেগম (৬২), বহি নং-১৩৭৭, ক্রমিক নং- ০২, (বিধবা), গ্রাম- সুনামপুর। আব্দুস সাত্তার (৭০),বহি নং-২৬৪৯, ক্রমিক নং- ৩২, গ্রাম- উত্তরভাগ, দক্ষিণ সহ নাম প্রকাশ না করার শর্তে একাধিক জীবিত ব্যক্তিকে মৃতঃ দেখিয়ে বিগত ০৭/১২/২০২২ইং, ও ০৪/০১/২০২৩ইং পৃথক পৃথক তারিখে ২নং উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার স্বাক্ষরিত ভাতা ভোগীদের প্রতিস্থাপন তালিকায় ইচ্ছাকৃত দুণীতি ও স্বজনপ্রীতির আশ্রয়ে অন্যায়লাভের বশবর্তী হয়ে দরখাস্তকারী জীবিত ব্যক্তিগণকে মৃতঃ দেখিয়ে নাম কর্তন করা হয়। ভুক্তভোগীদের মধ্যে নুর জাহান বেগম (৬৬) গত ০৯/০১/২০২৪ইং, রাজনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবরে উক্ত প্রতিস্থাপনের জাবেদা নকলের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট কর্মকর্তা তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। অপরদিকে, খোঁজ নিয়ে জানা গেছে- ২নং উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার স্বাক্ষরিত মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকাকৃতদের মধ্যে অভিযোগকারী ৭জন-কে নাগরিক সনদপত্র প্রদান করেন। জীবিত ব্যক্তিদের মৃত: দেখিয়ে ইচ্ছাকৃত দুর্ণীতির ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন ভুক্তভোগীসহ স্থানীয় এলাকাবাসী। ২নং উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার মুঠোফোনে বলেন- জীবিত ভাতাভোগীদের মৃত: দেখিয়ে প্রতিস্থাপন তালিকায় নাম কর্তন করার বিষয়টি সঠিক। বিষয়টি সমাধানারে চেষ্টা চলছে । এ বিষয়ে জানতে চাইলে ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এ ব্যপারে জানতে চাইলে সত্যতা স্বীকার করে রাজনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান বলেন- বিষয়টি উপজেলা চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে সমাধান হয়েছে। মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক  মোহাম্মদ হাবিবুর রহমান বলেন- জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভাতা ভোগীদের প্রতিস্থাপন তালিকায় নাম অন্তভুক্ত করা সত্যি দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।