প্রায় দিনই বন্ধ থাকে কাজিপুরের চাঁদনগর হাই স্কুল লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা

21

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিনা অনুমতিতে প্রায় দিনই বন্ধ থাকে কাজিপুরের চাঁদনগর হাই স্কুল। প্রায় দিনই বিদ্যালয় বন্ধ থাকায় লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রায় দিনই বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীর লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবকরা। আবার বিদ্যালয় খোলা থাকলেও খুজে পাওয়া যায় না প্রধান শিক্ষককে। বিদ্যালয় খোলা থাকলে বিভিন্ন অজুহাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয়ে কাজ রয়েছে মর্মে বিদ্যালয় আসেন না প্রধান শিক্ষক। বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুপস্থির সুবাদে অন্যান্য শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন সময় বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয় ত্যাগ করেন। এমনকি রাত্রীকালীন বিদ্যালয়ের নিরাপত্তা দেওয়ার জন্য ২০২৩ সালের নভেম্বর মাসে নৈশপ্রহরী নিয়োগ প্রদান করা হলেও এযাবত নৈশপ্রহরীর দেখা মেলেনি বিদ্যালয়ে। অনেকেই বলছে, প্রধান শিক্ষক অতিগোপনে নৈশপ্রহরী পদে তার সহোদর ভাইকে নিয়োগ প্রদান করেছে। প্রধান শিক্ষকের সহোদর ভাই হওয়ায় এযাবত বিদ্যালয়ে আসেনি। অথচ প্রতিষ্ঠানের বেতন ভাতা উত্তোলন করছে নৈশপ্রহরী। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চাঁদনগর হাই স্কুলে। ২২ ফেব্রুয়ারী ২০২৪ইং তারিখে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। বিদ্যালয় বন্ধ রয়েছে। নেই কোন শিক্ষক কর্মচারী। এক ছাত্রের অভিভাবক জানান, এই বিদ্যালয় প্রায়ই দিন বন্ধ থাকে। সদ্য বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক স্কুল শাখা এমপিও ভূক্ত করা হয়েছে। এমপিও ভূক্ত করার পর প্রধান শিক্ষককে প্রায়দিনই আসে না। বিদ্যালয়ে আসলেও বিভিন্ন অজুহাতে ১১টার মধ্যে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বিদ্যালয় ত্যাগ করেন। এমনকি প্রধান শিক্ষকের সহোদর ভাই নৈশপ্রহরী রাশেদুল ইসলাম গত নভেম্বর মাসে নিয়োগ পেলেও তিনি বর্তমানে ঢাকায় একটি ফার্মে চাকুরী করছেন। নৈশপ্রহরীর কেউ দায়িত্ব পালন করছেন না। প্রধান শিক্ষকের অনুপস্থিত ও শিক্ষকদের উদাসিনতার কারণে লেখাপড়া হচ্ছে না মর্মে শিক্ষার্থীদের অভিভাবকরা শিক্ষার মান নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এমনকি শিক্ষার্থীরা ত্যাগ করতে বাধ্য হচ্ছে। চাঁদনগর হাই স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ১৯ ফেব্রুয়ারীতে আমি এমপি মহোদয়ের অনুষ্ঠানের ছিলাম। ২১ ফেব্রুয়ারীতে বিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রোগ্রাম করে ক্লান্ত হওয়ার কারণে ২২ ফেব্রুয়ারীতে বিদ্যালয় বন্ধ রেখেছি। চাঁদনগর হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়তো বন্ধ থাকার কথা নয়। বিদ্যালয় বন্ধ থাকলে আমি জানব। বিষয়টি আমি দেখতেছি। কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আরা বলেন, বিদ্যালয় বন্ধের বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।