৭ জানুয়ারী’র নির্বাচনের দিন-ই এদেশের জনগণ আওয়ামীলীগকে প্রত্যাখান করেছে-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

27

এনামুল হক, সিরাজগঞ্জ অফিসঃ ০৭ জানুয়ারী ২০২৪’র ডামি নির্বাচনের দিন – ই এদেশের মানুষ আওয়ামীলীগকে প্রত্যাখান করেছে। প্রহসনের এ নির্বাচন কে তারেক রহমানের ডাকে এদেশের মানুষ বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব, সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। শনিবার (০২ মার্চ) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় স্হানীয় পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত গত ২৮ অক্টোবর থেকে ০৭ জানুয়ারি পর্যন্ত গ্রেফতারকৃত ৬৫০ জন কারা নির্যাতিত নেতা কর্মীদের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদানকালে তিনি এ-সব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন ক্ষমতার জন্য নয় এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার। ২০০৮ থেকে ২০২৪ ইং পর্যন্ত ৪টি সংসদ নির্বাচন আওয়ামী লীগ জনগণকে বোকা বানিয়ে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বিরোধী দলের উপর চলছে চরম দমন নিপিড়ন। গুম হত্যা গ্রেফতার শেখ হাসিনার ক্ষমতায় থাকার মুল হাতিয়ার। সারা বাংলাদেশে এই চলমান আন্দোলনে হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করে চলে চরম নির্যাতন। আজকের গণসংবর্ধনা বাংলাদেশে রোল মডেল হয়ে থাকবে। গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ওবায়দুর রহমান চন্দন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সিরাজগঞ্জ জেলার আওতাধীন ১৮টি ইউনিটের বিএনপি ও তার অংগ ও সহযোগী সংগঠনের গ্রেফতারকৃত ৬৫০ জন কারামুক্ত নেতা কর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। এ-সময় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।