সিরাজগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বদলী

20

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: মনিরুল ইসলামকে বদলী করা হয়েছে। তবে সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী হিসেবে এখন কাকে দায়িত্ব প্রধান করা হয়েছে তা এখনো জানা যায়নি। (৪ এপ্রিল ২০২৪) তারিখে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো: আলী আখতার হোসেন এর স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে জানা যায়, সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম কে বদলী করে পাবনা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলী করা হয়েছে।

অপর একটি চিঠির মাধ্যমে জানা যায়, পাবনা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: আনিছুর রহমানকে সদর দপ্তর ঢাকা’র নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলী করা হয়েছে। তবে সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম এর বদলীর পরে কাকে সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করবেন তা এখনো জানা যায়নি। উল্লেখ্য, গত ১৯ মার্চ ২০২৪ আর্টিকেল ৪৭ অমান্য করে সিরাজগঞ্জ এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলীর চেয়ার দখল করেছিলেন নির্বাহী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ১৯ মার্চ ই-মেইল যোগে বদলী আদেশ পাওয়ায় আর্টিকেল ৪৭ অমান্য করে ২০ মার্চ সকালে লোকজন নিয়ে ফিল্ম স্টাইলে চেয়ার দখল করে বসে পড়েন নবাগত সিরাজগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম। এমন কর্মকান্ড সিরাজগঞ্জে ইতিপূর্বে সিরাজগঞ্জে জেলার কোন কার্যালয়ে ঘটেনি। দায়িত্ব বুঝে দেওয়ার পূর্বেই চেয়ার দখল কর্মকান্ডে এলজিইডি অফিসের প্রধান কর্মকর্তার এমন আচারণে সিরাজগঞ্জ এলজিইডি অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ সিরাজগঞ্জবাসীর মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। এছাড়াও মাহে রমজান মাসে অফিসে পাঞ্জাবী পরিধান করে আসার অপরাধে নির্বাহী প্রকোশলী মনিরুল ইসলাম নির্বাহী প্রকৌশলীর চেয়ার বসার সাথে সাথে কয়েকজন নিরীহ কর্মচারীকে জেলার মধ্য বিভিন্ন উপজেলায় অন্যায়ভাবে বদলী করেছিলেন।