নরসিংদী শেখেরচর বাবুরহাট বাজারে প্রতারণা করে কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ

20

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর সদর উপজেলাধীন শেখেরচর বাবুরহাট বাজারের পৈত্রিক সূত্রে পাওয়া তিন তলা বিল্ডিংএর মালিক মোহাম্মদ শাহীন ভূইয়ার সাথে প্রতারণা করে গানের গাঁও গ্রামের শহীদুল্লাহ বাহার কোটি টাকার সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে বলে জানা যায়। গত কয়েক বৎসর যাবত শহিদুল্লাহ বাহারে সাথে চলাফেরা করার পর ভগিরথপুর গ্রামের শাহীন ভূঁইয়া তার বিয়েতে উকিল শ্বশুর হিসেবে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন। পরে শহীদুল্লাহ বাহার কে মার্কেটসহ তার বিল্ডিং এর সাপ ভাড়াটিয়া হিসেবে নিযুক্ত করা হয়। দুটি চুক্তির মাধ্যমে প্রথমে চার বছর পরে সাত বছর মোট ১১ বছরের জন্য ভাড়া দেওয়া হয়। শহীদুল্লাহ বাহার ভাড়াটিয়া হিসাবে ব্যবসা চালিয়ে আসছেন। শাহীন ভূইয়া জানান আমার ছেলের ব্যবসার পুজির জন্য কিছু টাকার প্রয়োজন হলে আমি আমার উকিল মেয়ের জামাই শহিদুল্লাহ বাহারের সাথে বিষয়টি আলাপ-আলোচনা করি। তখন শহিদুল্লাহ বলেন আপনার তো ব্যাংকের সাথে কোন প্রকার লেনদেন নাই সেজন্য আপনাকে ব্যাংক লোন দিবেনা।আমার সাথে যেহেতু ব্যাংকের লেনদেন আছে তাই আপনি আমাকে আপনার মার্কেটসহ বিল্ডিংটি পাওয়ার দেন তাহলে আমি সহজে ব্যাংক থেকে লোন তুলে টাকাটা আপনাকে দিয়ে দিব। এই কথা বলার পর আমি রাজি হয়ে শহীদুল্লাহ বাহার কে পাওয়ার দেই। কিছুদিন গত হওয়ার পর আমি যখন জানতে পারি যে ব্যাংক থেকে কোন প্রকার লোন নেওয়া হয় নাই তখন শহীদুল্লাহর প্রতারণা ও জালিয়াতি ধরা পড়ে যায়। পরে বিষয়টি আমি শেখারচর বাজার বণিক সমিতি সহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীদের কে নিয়ে আমার পাওয়ার ফেরত দেওয়ার জন্য একাধিকবার তাগাদা দিলে শহীদুল্লাহ তালবাহানা শুরু করে। এ নিয়ে স্থানীয়ভাবে অনেকবার দেন দরবার হয়েছে কোন প্রকার মীমাংসা না হওয়ায় আমি আদালতের শরণাপন্ন হয়েছি। আদালতে মামলা করার পর প্রতারক শহীদুল্লাহ তার প্রতারনার বিস্তার শুরু করে তার শ্যালকে দলিল দেওয়ার মাধ্যমে। পরে তার শ্যালক তার বোন শহিদুল্লাহর স্ত্রী কোহিনুর আক্তার এর নামে লিখে দেওয়া হয়।