বর্তমান প্রজন্মের অনেকেই জানে না নরসিংদী সদর উপজেলার প্রথম চেয়ারম্যান কে?

93

আলম খান,শিবপুর(নরসিংদী) :  বর্তমান প্রজন্মের জন্য লেখাটি চোখে সানগ্লাস, সদা হাস্যজ্জ্বল মুখ, সাধারণ মানুষের সাথে কথা বলতেন অবলীলায়, ৮০ দশকের স্মার্ট একজন সুদর্শন পুরুষ, বলছিলাম প্রথম নরসিংদী সদর উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম হাবিবুর রহমান হান্নান সরকারের কথা, (জন্ম ১৫ জুন ১৯৫০ সালে, মৃত্যু ২ ই ফেব্রুয়ারী ২০০৯ সাল) সদর উপজেলা চেয়ারম্যান ছাড়াও তিনি, সমবায় ব্যাংক এর নির্বাচিত সাবেক চেয়ারম্যান, নির্বাচিত সাবেক, চেয়ারম্যান, দি ইস্টার্ণ কো-অপরেটিভ জুট মিলস, সাবেক ম্যানেজিং ডাইরেক্টর কো-অপারেটিভ জুট মিলস লি: দ্বায়িত্ব পালন করেন। সদর উপজেলা চেয়ারম্যান হওয়ার পর উন্নয়নের মাধ্যমে নরসিংদী সদরের সরকারি বিভিন্ন দাপ্তরিক বিভাগের অবকাঠামো, পাকা সড়ক,কাঁচা সড়ক, পুল,কালভার্ট,খেয়া ঘাট নির্মাণে মাধ্যমে নরসিংদী সদর উপজেলা কে দৃশ্যমান করে তুলেন। মরহুম হাবিবুর রহমান হান্নান সরকারের সূযোগ্য উত্তরসূরী, রাজা সরকার,হিরো সরকার, সিজার সরকারের সাথে ১৯৮৬ সাল, দীর্ঘ ৩৭ বছর পর প্রিয় বন্ধু হিরো সরকারের সহযোগিতায় ডিএনএবিডি’র  শিবপুর প্রতিনিধির দেখা তিন ভাইয়ের সাথে । নরসিংদী সদর উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে আজো জাগরূক তার স্মৃতি। পরম করুণাময় আল্লাহ কাছে দোয়া রইল মরহুম হাবিবুর রহমান হান্নান সরকার সাহেবের জন্য।দেশ জাতির জন্য সেবার যে আদর্শ তিনি রেখে গেছেন তা বর্তমান  প্রজন্মের জন্য শিক্ষ্যনীয় বিষয় বটে।image