শিবপুর উপজেলায় এনজিও কিস্তি চাপে গৃহিণী আত্মহত্যা

67

আলম খান, শিবপুর(নরসিংদী) : শিবপুর উপজেলা দুলালপুর ইউনিয়ন এর চন্ডীবর্দী গ্রামের জাকির হোসেনের স্ত্রী সুমি ১০ই আগষ্ট সকাল আনুমানিক ১০:৩০ মিনিটে ইদুর দমনে গ্যাসবিষ ট্যাবলেট খেয়ে আত্মাহত্যা করে। নিহত বাড়িতে কান্না রোলে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। সুমির শশুর হেলাল উদ্দিন ও বোন মরিয়ম জানান, বিভিন্ন এনজিও থেকে লোন উঠেয়েছে, সপ্তাহে ২৫০০,১৮০০,১৩০০,১১০০ মোট ১১,৭৫০ টাকা কিস্তি দিত। এই কিস্তি টাকার চিন্তায় ঠিকমত না দিতে পারায়, ঠিকমত খাওয়া দাওয়া করতেন না। কিস্তি না দেওয়ায় এনজিও কর্মীদের চাপ দিতে থাকে। এলাকাবাসী জানায়, একজন গরীব মানুষ এত টাকা দেয় কোথায় থেকে। জাকির ও সুমি দাম্পত্য জীবনে একমাত্র মেয়ে জেরিন ৫ম শ্রেণির ছাত্রী। উক্ত লাশ ময়নাতদন্তের মর্গে প্রেরণ করা হয়েছে।