রায়গঞ্জে জোরপূর্বক পৈত্রিক সম্পত্তি থেকে গাছ কর্তন : ব্রহ্মগাছা ইউনিয়ন আ’লীগের সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক সম্পাদকের মামলা দায়ের

53

নিজস্ব প্রতিবেদকঃ জোরপূর্বকভাবে পৈত্রিক সম্পত্তি থেকে গাছ কর্তনের অভিযোগ এনে ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল মনুসর খান মিন্টু এর নামে একই ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুর আলম খান মামলা দায়ের করেছে। গতকাল ০৫ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে মোকাম দ্রুত বিচার আদালত, সিরাজগঞ্জ-এ মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করার জন্য রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন বিজ্ঞ আদালত। মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলাধীন রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ব্রাহ্মগাছা গ্রামের মৃত শোমসের আলী খান এর পুত্র শামছুল আলম খান (৫৬) এর পৈত্রিক সম্পত্তি ব্রহ্মগাছা মৌজাস্থ ২৪৪, ২৪৬, ২৪৫, ২৪৬ ও ২৪৫ আর,এস দাগে ৭৮ শতক জমি প্রায় ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছে। বিভিন্ন দাগে ৭৮ শতক জমিতে বিভিন্ন প্রজাতির গাছগাছালি রয়েছে। কিন্তু ০৪ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে সকাল ৯টার দিকে ব্রহ্মগাছা ইউনিয়নের মৃত আফজাল হোসেন এর পুত্র ব্রহ্মগাছা আওয়ামীলীগের সভাপতি আবুল মুনসুর খান মিন্টু (৬০), আবুল মুনসুর খান পুত্র রুবায়েত খান শক্তি (৩০), মৃত আফজাল হোসেন খান পুত্র মো: বুলবুল আহম্মেদ পেস্তা (৪০), চক গোপাল গ্রামের আ: ওয়াহাব খান পুত্র মো: সম্রাট খান (২৮), বাশুরিয়া গ্রামের মৃত কলিমুদ্দিন এর পত্রি বিশা সেখ (৫০) সহ অজ্ঞাত ৪/৫ জন পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে লোহার শাবল, লোহার রড, বাঁশের লাঠি, কাঠের বাটাম, কুড়া, হাতদাও সহ বিভিন্ন দেশীয় অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে উল্লেখিত দাগের ৭৮ শতক জমিতে জোরপূর্বক প্রবেশ করে ১০টি ইউক্যালেপ্টার গাছ, ৩টি শিমুল গাছ, ১টি আম গাছ কর্তন করে মাটিতে রেখে যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। যা ক্ষতিসাধণ করেছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল মুনসুর খান মিন্টু। মামলা সূত্রে আরো জানা যায়, বাদী পক্ষ থেকে আসামীদের গাছ কর্তনের বাঁধা প্রদান করিলে আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারার জন্য শামছুল আলমকে ঘিরে ফেলে এবং সুকৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। মামলার বাদী শামছুল আলম জানান, আমার পৈত্রিক সম্পত্তিতে গাছ কর্তন ও আমার মেরে ফেলার হুমকি দেওয়ার কারণে (৪ সেপ্টেম্বর ২০২৩ইং) তারিখে রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করি। সাধারণ ডায়েরী করার পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল পরিদর্শন করে গাছগুলো যেন সরিয়ে অন্যত্র কেউ না নিয়ে যায়, সে ব্যাপারে এলাকাবাসীকে কঠোর নির্দেশনা দেন রায়গঞ্জ থানা পুলিশ। ব্রহ্মগাছা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আবুল মুনসুর খান মিন্টু বলেন, ৪০ বছর পূর্বে আমার পিতা মৃত আফজাল হোসেন ব্রহ্মগাছা গ্রামের শামছুল আলম খান এর পিতা মৃত মৃত শোমছের আলী খান এর নিকট থেকে জমি ক্রয় করে ছিলেন। ক্রয় করার বিষয়ে আমার কাছে কোন দলিলপত্র ছিল না। বেশ কিছুদিন পূর্বে পারিবারিক দলিল খুজতে গিয়ে দেখি, শামছুল আলম খান এর ভোগদলকৃত জমিগুলো আমার পিতা ক্রয় করেছিলেন। আমার পিতার ক্রয়কৃত জমি থেকে আমি গাছগুলো কর্তন করতেছি। কর্তনের সময় পুলিশ আসলে গাছগুলো কর্তন করা বাদ রেখেছি।