আড়াইহাজারে ইউপি সদস্যের বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ 

55
মোঃ শরীফ ভূইয়া,নারায়ণগঞ্জ :নারায়নগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের ইউপি সদস্য  সোহেল আহমেদ উরুফে সোহেল মেম্বারের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে। আজ ২৫শে অক্টোবর বুধবার বিকেলে সন্ত্রাসী তুষারের নেতৃত্বে সাজ্জাদ, মোক্তার,আলী হোসেন,আবু (সাবেক মেম্বার), জাকির, ফারুক, বাবুনসহ অজ্ঞাত ৭-৮ জন এই ঘটনা ঘটায়। এ সময় তাদের হাতে ছিল চাপাতি, দা, এসএস পাইসহ দেশীয় অস্ত্রশস্ত্র। তারা প্রতিটা রুমের টিভি, ফ্রিজ, এসি, ফার্নিচার ভেঙে চুরমার করে ফেলে। যাওয়ার সময় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।
অভিযুক্ত তুষার বলে, এই অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট,  ভিত্তিহীন। আমাকে ফাঁসানোর জন্য এই অপচেষ্টা করছে।
ভুক্তভোগী সোহেল আহমেদ উরফে সোহেল মেম্বার বলে, পূর্ব শত্রুতার জের ধরে  আমার বাড়িতে এমন নেক্কারজনক  হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করে।এ সময় ঘরে থাকা তেরো লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা, আট ভরি স্বর্ণালংকার লোটপাট করে নিয়ে যায়। নগদ টাকা ও স্বর্ণালংকার ছাড়া ঘরে থাকা ১৫ থেকে ২০ লাখ টাকার মালামালের ক্ষতি সাধন করে। আড়াইরহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আহসান উল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।