লস এন্জেলসের আটিশিয়া সিটিতে মহান ভাষা দিবস পালিত

34

লসএঞ্জেলস প্রতিনিধি  : যথাযোগ্য মযাদায় একুশের প্রথম প্রহরে লস এন্জেলসের আটিশিয়া সিটিতে মহান ভাষা দিবস পালিত হয়েছে । লিটল বাংলাদেশের অদুরে সিটি অফ আর্টিসিয়ার লিটল ঢাকা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে এলে এলিট গ্রুপের আয়োজনে মোঃ রফিকুল হক রাজুর তত্ত্বাবধায়ানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ ও যথাযথ মর্যাদায় বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস বালার সভাপতি সৈয়দ এম হোসেন বাবু , সাধারন সম্পাদক আদনান খান,সভাপতি ইলেক্ট সুলতান শাহরিয়ার বাবু,সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক শ্যামল, অর্থ সম্পাদক লতিফুর রহমান রাজিব,মহিলা বিষয় সম্পাদক কাবেরী রহমান,ফারহানা আলম,শাহানারা বেগাম প্রমুখ অস্হায়ী শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
ফুল দিয়ে আরো শ্রদ্ধা জানান, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)র সভাপতি জিয়া ইসলাম শাওন ও সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল রাজু।এলে এলিট গুরুপ ফারুক ভুঁইয়া,এলেন,তাহমিদুর রহমান সুমন,হোসেন,মানিক চৌধুরী, নজরুল ইসলাম ফাহিম, সাহেদ আলম, আমানুর রহমান,খন্দকার তসলিম,হাসান বাবু,সামিউর রহমান হিরা,ইমন ও চন্দন। গ্রীষ্ম বরণ উৎসব এর সভাপতি মোঃ রফিকুল হক রাজু,সাবরিনা হক শিমুল,মোঃ এমদাদুল হক মানুন,আনিসুর রহমান,সৈয়দ এম হোসেন বাবু,কাবেরী রহমান,বিবেক সরকার, নজরুল ইসলাম ফাহিম প্রমুখ। সনাতন থেকে পাপড়ী সরকার,বিবেক সরকার,দেবী সরকার,অরপন সরকার।বাঙালির প্রাণ থেকে শহিদ আলম ও রশনি আলম। টাংগাইল জেলা সমিতির পক্ষ থেকে সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

এসময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান,আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি …ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে বসবাস রত কন্ঠশিল্পীদের কন্ঠে।অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট কন্ঠশিল্পী মরহুম আলী আশরাফ রুনু সহ ক্যালিফোর্নিয়ার সকল প্রয়াত মানুষদের জন্য বিশেষ দোয়া ও স্মৃতিচারন করা হয়। এবং মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে বসবাস রত বাংলাদেশী কন্ঠশিল্পী কাবেরী রহমান,কানিজ ফাতিমা মনি,পাপড়ী সরকার,আদনান খান,শহিদ আলম, জাহাঙ্গীর আলম কবিতা আবৃত্তি করেন রশনি আলম ও মনির খান।