সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম ফজলুল হকের ২৮তম মৃত্যু বার্ষিকী

57

শরিফ মোহাম্মদ সুজন, (নোয়াখালী প্রতিনিধি): সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম ফজলুল হকের (হক সাহেব) ২৮তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেলে সংস্থার প্রধান কার্যালয়ে পবিত্র কুরআনখানি, মিলাদ মাহফিল, দোয়া, কবর জিয়ারত ও আলোচনা সভা আয়োজন করা হয়। মৃত্যু বার্ষিকী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সংস্থার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে মরহুম ফজলুল হক (হক সাহেব) সহ সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের প্রয়াত সকলের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে তাঁদের আত্মার শান্তি কামনা করে মহান স্রষ্টার নিকট প্রার্থনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার পরিচালনা পর্ষদের সভাপতি দিলীপ চন্দ্র দাস। প্রতিষ্ঠাতা পরিচালক সম্পর্কে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন উপ-পরিচালক (মাইক্রোফিন্যান্স) সংস্থার আলহাজ্ব মোঃ শামছুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন মোহাম্মদ মোনায়েম খান, অধ্যক্ষ, সৈকত সরকারী কলেজ ও সাধারণ পর্ষদ সদস্য, মো: শামছুজ্জামান নিজাম, প্রধান শিক্ষক, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয় ও সাধারণ পর্ষদ সদস্য, মীজানুর রহমান, সহযোগী অধ্যাপক, সৈকত সরকারী কলেজ ও সদস্য উপদেষ্টা পরিষদ। এছাড়াও প্রতিষ্ঠাতা পরিচালক সম্পর্কে স্মৃতিচারন করেন মো: গোলাম মাওলা, সদস্য,উপদেষ্টা পরিষদ, মো: মহিবউল্লাহ, সাবেক সমন্বয়কারী (অগ্রসর), মাস্টার সেকান্দর আলম, সমাজ সেবক, মো: আবুল মোবারক, বীর মুক্তিযোদ্ধা, মো: মোজাম্মেল হোসেন, সাবেক চেয়ারম্যান, চরবাটা ইউপি ও সংস্থার কর্মকর্তাবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো: জয়নাল আবেদীন। সভা সঞ্চালনা করেন জনাব মোঃ জুলফিকার আলী, কোঅর্ডিনেটর (প্রোগ্রাম), সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা। আলোচনা সভায় বক্তাগণ এই মহান সমাজ সেবকের সমাজের আর্থ –সামাজিক উন্নয়নে তাঁর বিভিন্ন অবদানের উপর গুরুত্বারোপ ও স্মৃতিচারণ করেন এবং তাঁর নির্দেশনা সংস্থার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে অনুসরণ করার পরামর্শ দেন।