সাদা মন নাই-নুর নাহার নিশি

25

একটা সাদা মনের মানুষ আমি

ও বিধি কোথায় খুঁজে পাই

এই অনন্তবন্দি লোহার শিকল ছিড়ে

ও বিধি কোথায় আমি যাই।

আজি রোগে শোগের তাপে

স্বাধের এই জীবনের সব স্বপ্ন খোয়াই

 ও প্রভু এ ধরায় জড়াইয়া ধরবো কারে

আত্মার আপন মানুষের তো নাই ।

 আজি কোন রঙ্গে এই মনের আকাশে

ভাবনা মনে কোন রং মাখি

আজি খুশির ঝড় তুলে

এই হৃদয়পুরে আর কি কোন রং

বলো আছে কি এই ধরার কূলে ।

আজ ভালো লাগেনা মগ্ন থাকতে

আপনার আনন্দ ভরা কীর্তনে

কারণ আজি বিবেক শূন্য মানুষ সব

বলো স্বর্গের সুখ পাবো কোন বনে ।

 আজি সাদা মনের নজরানা

পায় বলো কোন জনা

ভক্তি নামের নিত্য ভোজন

টাকার পিছে ঘুরে সুজন. ।

একটা সাদা মনকে তুচ্ছ করে

হৃদয়ের আকাশে হিংসা ভরে

কাউকে না শুধু তুমি প্রভুকে

আজি শুধু একটা প্রশ্ন করি

কি লাভ আছে এই ভবে

এতো সাদা সাদা মনে ধরে।