রায়গঞ্জে প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল ও শিক্ষা উপ-বৃত্তি বিতরণ

25

শামীম আকতার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ৩শ ৮৪ জন কে শিক্ষা উপ বৃত্তি ও ৪৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল, ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রধান শিক্ষকগণ। অনুষ্ঠান শেষে প্রাথমিক পর্যায়ে ১শ ৮০ জন কে ২ হাজার ৫শত টাকা করে, মাধ্যমিক পর্যায়ে ১শ ১১ জন কে ৬ হাজার টাকা করে ও কলেজ ৯৩ জনকে ৯ হাজার ৫ শত করে টাকা বিতরণ করা হয়।