সাতক্ষীরা থেকে পাঁয়ে হেঁটে ৫ তরুণের মহাতীর্থ চন্দ্রনাথধাম পরিক্রমা

23

সাতক্ষীরা প্রতিনিধি শংকর মন্ডল (শিবা) : সাতক্ষীরা জেলার সনাতন ধর্মাবলম্বী পাঁচ তরুণের মধ্যে এক ভিন্ন ধরনের তীর্থ দর্শনের মনোবল তৈরি হয় যা সবাইকে চমকে দেওয়ার মতো। তাদের মধ্যে প্রাথমিক ভাবে অংশ গ্রহণের কথা ছিল ৭০ জনের। তবে শেষ পর্যন্ত যারা এ ভিন্ন ধরনের তীর্থ দর্শনের সাফল্য অর্জন করছিলেন যে পাঁচজন তারা হলেন আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামের প্রসেনজিৎ সরকার( ২৮), গনেশ মন্ডল (২৯), জয় সরকার( ২২) বালিয়াপুর গ্রামের দেবু সরকার, তালা উপজেলার নয়ন (২১)। প্রসেনজিৎ সরকার দৈনিক আমাদের বাংলার প্রতিনিধিকে জানিয়েছেন তারা ছোট থেকে শিবের উপাসক তাই পরিকল্পনা করছিলাম সাতক্ষীরা বালাপোতা বাবার ধাম( কালীগঞ্জ) থেকে জল প্রদান করে সদূর মহাতীর্থ চন্দ্রনাথ ধামের( সীতাকুণ্ড) জল প্রদান করবেন। ঠিক যেই পরিকল্পনা সেই কাজ করেছেন তারা। খালি পায়ে হেঁটে দীর্ঘ ৫০০ কি.মি. পথ পাড়ি দিয়ে সনাতন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে এক ধরনের উৎসাহ প্রদান করেছেন এবং প্রমান করেছেন ইচ্ছা থাকলে কঠিন কাজ ও সহজ হয়। তারা পহেলা চৈত্র থেকে মহাতীর্থ পরিক্রমার উদ্দেশ্যে রওনা দেন এবং গত ২৯শে মার্চ শুক্রবার চন্দ্রনাথে জল প্রদান ও পুজা দেন পরিবার, সকল ভক্ত, দেশও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন। আরও জানান তারা পরিক্রমায় কিছু অংশ নদী পথে গিয়েছিল, পথ ব্রজের সময় মন্দিরে মন্দিরে অবস্থান করছিলো। তারা সকল মানুষের কাছে আশির্বাদ চান যাতে করে পরবর্তীতে আরও মহৎ কাজে অংশ নিতে পারে।