ক্ষণস্থায়ী

74

ক্ষণস্থায়ী

-সাংবাদিক আব্দুল্লাহ্ আল মামুন।

খুশির মাঝেও যন্ত্রণা থাকে

কিন্তু তা খুশির জোয়ারে হারিয়ে যায় !

ভালোবাসার মাঝেও অভিমান থাকে

কিন্তু তা হৃদয়ের টানে বিলীন হয়ে যায় !

স্বপ্নের মাঝেও কষ্ট থাকে

কিন্ত তা পাওয়ার নেশায় থেমে যায় !

সুখের মাঝেও দুঃখ থাকে

কিন্তু তা আনন্দের নিকট হেরে যায় !

হাসির মাঝেও কান্না থাকে

কিন্তু তা লোকচক্ষুর আড়ালে রয়ে যায় !

চাওয়ার মাঝেও অপূর্ণতা থাকে

কিন্তু তা সময়ের ব্যবধানে একদিন মিটে যায় !

ভালো লাগার মাঝেও বাধা থাকে

কিন্তু তা সাহসিকতা নিকট ভেঙ্গে যায় !