নরসিংদীর জেলার শিবপুর প্রেসক্লাবের রাতের আধারে ভূয়া কমিটি প্রকাশ-

33

আসাদুজ্জামান বাদল : নরসিংদী জেলার শিবপুর উপজেলাস্থ “শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদকের দুর্নিয়তির শেষফল রাতের আধারে শিবপুর প্রেসক্লাব এর ভূয়া কমিটি যা বর্তমানে এই কমিটির নির্বাচনের বিরুদ্ধে গেলো ২৫/৯/২৩ ইং তাং সুকোজ ও ৫ কর্ম দিবসে জবাব দাখিলের জন্য নোটিশ দেন বিজ্ঞ জজ আদালত।মামলার জবাব না দিয়ে শুধু মামলা হতে অব্যাহতি চান বিবাদীগণ। বিগত ১২/১০/২৩ ইং তাং বিজ্ঞ জজ আদালত শিবপুর প্রেসক্লাবের নির্বাচনের বিরুদ্ধে অস্হায়ী নিষেধাজ্ঞা জারি করার তথ্য প্রেসক্লাবের সদস্য দের মাঝে গোপন রেখে আইন অমান্য করে প্রেসক্লাবের সদস্যদের সাথে প্রতারণার করে কৌশলে গোপনে প্রেসক্লাবের তালা ভেঙ্গে অনধিকার প্রবেশ করে। বিগত ১৪/১০/২৩ ইং শনিবারে শিবপুর প্রেসক্লাবের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভূয়া কমিটির গঠন প্রকাশ করে।আমরা আইন অমান্য কারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাই। অবৈধভাবে কতিপয় দুর্নীতিবাজ রাজনীতিবিদের অর্থায়নে ও মদদে শিবপুর প্রেস ক্লাবে অবৈধ কমিটি গঠন করে নিজেরাই নিজেদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। বিষয়টি একদিকে যেমন হাস্যকর অন্যদিকে সাংবাদিকদের জন্য লজ্জাজনক। প্রেসক্লাব হচ্ছে একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, যে সকল রাজনীতিবিদ কিছুসংখ্যক অশিক্ষিত সাংবাদিকদের নিয়ে নিজেদের পৃষ্ঠপোষকতায় লালন পালন করে নিজেদের মন মত সংবাদ পরিবেশন করান উনারা যে কিরকম রাজনীতিবিদ তা জনগণ বুঝে গেছে। রাজনীতিবিদদের বলছি আপনার উক্ত কাজ থেকে বিরত থাকুন। বিভিন্ন প্রকার ছবি উঠিয়ে ওনারা ওনাদের অবৈধ কমিটির প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাদের আরো অপকর্মের চিত্র আসিতেছে…