সাইনটোলজি অডিটরিয়ামে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা

25

শরীফুল হক : গত ১৮ই ফেব্রুয়ারি ২০২৪ রোববার লিটল বাংলাদেশ সংলগ্ন সাইনটোলজি অডিটরিয়ামে জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, বঙ্গবীর,বঙ্গবাহাদুর, বীর উত্তম মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ৪০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করেন “হৃদয়ে ওসমানী পরিষদ” ।লস এন্জেলেসের জনপ্রিয় সঞ্চালক শাজিয়া হক মিমির সঞ্চালনায় জনাব ইয়ামিন এর সভাপতিত্বে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর রুহের মাগফেরাত কামনা করে আলোচনায় অংশগ্রহন করেন বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস বালা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ এম হোসেন বাবু এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস বালার সভাপতি ইল্যাক্ট সুলতান শাহরিয়ার বাবু,জালালাবাদ এসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার সভাপতি আবদুল মনিম,লিটল বাংলাদেশ বাঙালি কমিউন্টির জনপ্রিয় নেতা ও বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস বালার প্রাক্তন সভাপতি মোমিনুল হক বাচ্চু , লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি কাজী মশরুহুল হুদা,ব্যাস এর সভাপতি সাইদুর রহমান সেন্টু , বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস সভাপতি শাওন জিয়া, ডঃ রাহি,বাংলার বিজয় বহরের সভাপতি ইসমাইল হোসেন,বাংলাদেশ ছাত্র সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ জুয়েল লিটল বাংলাদেশ বাঙালি কমিউন্টির নেতা ইলিয়াস সিকদার, বাংলার বিজয় বহরের যুগ্ন সম্পাদক আফজাল হোসেন, জালালাবাদ এসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার প্রাক্তন সম্পাদক জীবু। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী সহ সকল মুক্তিযোদ্ধা এবং লস এন্জেলেস প্রবাসী প্রয়াত সকল বাঙালিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।