কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এর আয়োজনে জাতীয় যক্ষা দিবস পালিত

25

মোঃমিজানুর রহমান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: হ্যাঁ আমরা যক্ষা নির্মূল করতে পারি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অধীন কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এর আয়োজনে আজ ২৪ শে মার্চ জাতীয় যক্ষা দিবস পালিত হয়। উক্ত জাতীয় যক্ষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্্যালী আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান এর সভাপত্বিতে উপস্থিত ছিলেন ডাক্তার এ.এম তানভীর সাদাত ও ডাঃজেরিন আফরোজ স্বর্না মেডিকেল অফিসার সহ সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।আলোচনা সভায় ডাক্তার তানভীর সাদাত বলেন আমরা বর্তমানে যক্ষা রোগীদের চিকিৎসা সেবা সহ বিভিন্ন দিক নিদের্শনামূলক পরামর্শ দিয়ে থাকি। আমাদেরকে গ্রাম পর্যায়ে অবস্থিত কমিউনিটি ক্লিনিক, বিভিন্ন এনজিও এবং দাতা সংস্থা যক্ষা রোগীর বিভিন্ন তথ্য ও উপাও দিয়ে সহযোগিতা করেন। গত বছর সদর উপজেলায় ৭ হাজার ৪ শত ৩৫ জনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ৫ হাজার ৯৩ জন যক্ষা রোগী সংখ্যা নির্ধারণ করা হয় এবছর এই যক্ষা রোগীর সংখ্যা অনেকটা কমিয়ে এসেছে।