লেবানন থেকে ইসরায়েলে ৩০টি রকেট ছোড়া হয়েছে

96

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের দিকে অন্তত ৩০টি রকেট ছোড়া হয়েছে। এসব রকেটের মধ্যে ১৫টি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোমের মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

লেবানন থেকে এভাবে রকেট হামলা থামাতে সবধরনের বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।এ ঘটনায় গাজার স্বাধীনতাকামী সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসকে দায়ী করেছেন ইসরায়েলি সেনার এক মুখপাত্র আভিচায় আদরাই। কিন্তু রকেটগুলো ইসরায়েলের দিক থেকে তার অঞ্চলের দিকে ছোড়া হয়েছে বলে পাল্টা দাবিকরে লেবানিজ সরকার।

এর আগে রকেট হামলার সর্কবার্তায় নিজেদের আকাশসীমা ও সবধরনের বেসামরিক বিমান চলাচলে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয় নেতানিয়াহুর সরকার।

পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, অধিকাংশ রকেট গ্র্যাড এবং কাতিউশা ধরনের। এ ঘটনায় লেবানন অথবা ফিলিস্তিনের পক্ষ থেকে কোনও পক্ষই দায় স্বীকার করেনি।

কয়েকদিন ধরে অধিকৃত জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সবশেষ জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালানো হয়। এ নিয়ে দুই পক্ষর মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন্ মুসল্লি আহত হন। এমন পরিস্থিতির মধ্যেই লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার ঘটনা ঘটলো।